logo

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিট’কে সাহায্যে আরও ১০ আইপিএসকে নিযুক্ত করল রাজ্য

 রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ। এই বিশেষ তদন্তকারী দলকে সাহায্য করার জন্য আরও ১০ জন আইপিএস কে নিয়োগ করলো রাজ্য সরকার। রাজ্যের পুলিশ প্রশাসনের ৫ টি জোন থেকে দুজন করে আইপিএস বেছে নিয়েছে রাজ্য, তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে সিট-কে সাহায্য করার। ১) হেড কোয়ার্টার থেকে: শ্রীমতী সোমা দাস মিত্র ( আইপিএস, ডিআইজি রেলওয়েস, পঃবঃ), শ্রী শুভঙ্কর ভট্টাচার্য (আইপিএস, ডিসি, আরএস, কলকাতা) ২) নর্থ জোন থেকে: শ্রী ডিপি সিং(আইপিএস, আইজিপি, উত্তর বঙ্গ), শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী (আইপিএস, ডিআইজি, মালদা রেঞ্জ) ৩) ওয়েস্ট জোন থেকে: শ্রী সঞ্জয় সিং ( আইপিএস, এডিজি ওয়েস্টার্ন জোন), ডঃ বি এল মিনা (আইপিএস, আইজিপি, বর্ধমান রেঞ্জ) 8) সাউথ জোন থেকে: শ্রী সিদ্ধিনাথ গুপ্তা ( আইপিএস, এডিজি, দক্ষিণ বঙ্গ), শ্রী প্রসুন বন্দ্যোপাধ্যায় (আইপিএস, ডিআইজি, বারাসত রেঞ্জ) ৫) কলকাতা পুলিশ থেকে: শ্রী তন্ময় রায় চৌধুরী (আইপিএস, এডিশনাল সিপি-৩, কলকাতা), শ্রী নীলাঞ্জন বিশ্বাস (আইপিএস, জয়েন্ট সিপি ক্রাইম, কলকাতা পুলিশ)

0
14725 views